প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

শিরোপার লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

article-img

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। দুইদলের কেউই এর আগে শিরোপা জয়েরে স্বাদ পায়নি। তাই প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে মুখিয়ে দুই দলই।

এর আগে নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে দুইবার। তবে শিরোপার দেখা পায়নি। ২০০৯ ও ২০১০ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে হৃদয় ভেঙেছিল নিউজিল্যান্ডের মেয়েদের। তবে মেয়েদের ক্রিকেটে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে তারা।

এ নিয়ে টানা দুইবার ফাইনাল খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। গতবার শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ানদের কাছে হারতে হয় প্রোটিয়াদের।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। দুইদল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ১৬ বার।

 ১১ বার জিতেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার জয় চারটি। বাকি ম্যাচ ফলশূন্য ছিল।

দুবাইতে আজ এক অর্থে মর্যাদার লড়াইও। নিউজিল্যান্ডের লক্ষ্য যেমন প্রথম টি-টোয়েন্টি ট্রফি, তেমনই দক্ষিণ আফ্রিকার নজরও প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতায়।

তাই ফাইনালে আজ যেই জিতুক, টি-টোয়েন্টিতে নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। 

দুই দলের সম্ভাব্য একাদশ
নিউজিল্যান্ড:
  জর্জিয়া প্লামার, সুজি বেটস, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), রোজমেরি মাইর, লিয়া তাহুহু, ইডেন কারসন ও ফ্রান জোনাস।

দক্ষিণ আফ্রিকা: লরা ওলভার্ড (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানেকে বোশ, ক্লো ট্রায়ন, মারিজান ক্যাপ, সুনে লুউস, অ্যানেরি ডারকসেন, নাদিন ডি ক্লার্ক, সিনাও জাফতা (উইকেটরক্ষক), ননকুলেকো ম্লাবা ও আয়াবোঙ্গা খাকা।